ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৬৮

 বাংলাদেশে করোনা পরীক্ষার হার সবচেয়ে কম: রিজভী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৭ ১৬ জুন ২০২০  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে করোনা পরীক্ষার হার সবচেয়ে কম।  মঙ্গলবার  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানবন্ধনে তিনি একথা বলেন।

লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী, হীরা মনিকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 হিরা মনির ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। হিরা মনির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

তিনি বলেন, এই সরকার  ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ চালু করেছে।  কত হীরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে শালীনতা হয়েছে এর কোনো ইয়াত্বা নেই।